Blog Details
- Home
- Blog Details

16
Sep
৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হওয়া যাবে না
জাতীয় সংসদে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ পাস হয়েছে। আপাতত এই আইন অনুসারে কেউ ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবেন না। বঙ্গবন্ধুর আমলে এটা ছিল ১০০ বিঘা। বুধবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ভূমিমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে কেউ ৬০ বিঘার বেশি জমির মালিক হলে সেটি বহাল থাকবে। ভূমি নিয়ে প্রতারণা ও জালিয়াতি করলে সর্বোচ্চ সাজা হবে ৭ বছর। এখন থেকে এই বিষয়ে জালিয়াতি ও প্রতারণা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে, যা অজামিন যোগ্য।
সংসদে বিল পাস: জমির মিথ্যা দলিল করলে সাত বছরের কারাদণ্ডসংসদে বিল পাস: জমির মিথ্যা দলিল করলে সাত বছরের কারাদণ্ড ১৮০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত বিচার নিষ্পত্তি করতে হবে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, অন্যের জমি নিজের বলে প্রচারণা, তথ্য গোপন করে অন্যের কাছে হস্তান্তর করা এমন অপরাধ ফৌজদারি অপরাধের মধ্যে পড়বে। সরকারী বেদখলকৃত জমি সরকার যখন প্রয়োজন মনে করবে তখনই দখল মুক্ত করতে পারবে বলে জানান ভূমিমন্ত্রী।