Blog Details

image

রুপনগরে ‘মাহবুব ল্যান্ডমার্কে’র অফিস উদ্বোধন

গত ২০ বছরে ঢাকা শহরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় পাঁচগুণ। নগরীতে বসবাসকারী শতকরা ৮০ ভাগ মানুষের আয়ের ৬০ শতাংশের বেশি ব্যয় করতে হয়েছে বাড়ি ভাড়া বাবদ। অন্যদিকে জমি ও ফ্ল্যাটের দাম বেড়েছে কয়েকগুণ। এ কারণেই সঞ্চয় করে ফ্ল্যাট কিনতে পারছেন না অধিকাংশ মানুষ।

প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি থাকবে। সেই স্বপ্ন পুরণে মাহবুব ল্যান্ড মার্ক নিরলস কাজ করে যাচ্ছে দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে। 

স্বল্প দামে স্বপ্নের আবাসন এই নীতিনৈতিকাকে ধারন করে মাহাবুব ল্যান্ডমার্ক ৪ই আগষ্ট (শুক্রবার) মিরপুরের রুপনগরে শাখা অফিস উদ্ভোধন করে। ঢাকাবাসীর জন্য জমি কেনা আরো সহজ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এর স্বত্তাধিকারী মাহবুব আলম।

তিনি বলেন, গত ২১ বছরে ঢাকায় জমির দাম ২৭৪০% পর্যন্ত বেড়েছে, যা ২৭ গুণেরও বেশি। একই সময়ে ফ্ল্যাটের দাম বেড়েছে ৭১৬% বা সাতগুণের ওপরে। তবে আমরা স্বল্প মুল্যে যাতে মানুষ তার আবাসন গড়ে তুলতে পারে সেই ব্যাবস্থা করে দেয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, মাহবুব ল্যান্ডমার্ক এখন প্রর্যন্ত ১২০০ এর অধিক প্লট বিক্রি করেছে সফলভাবে। এর স্বত্তাধিকারি সার্ভেয়ার মোহাম্মদ মাহবুবুর রহমানের রয়েছে জমির বিক্রির সুখ্যাতি। প্রতিটি প্লট বিক্রির শুরুতেই তিনি দিচ্ছেন বিক্রয়ত্তর কাগজপত্রের গ্যারান্টি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডি২৪লাইভ ডটকেমর এডিটর-ইন-চিফ আমিরুল ইসলাম আসাদ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম, শিল্পপতি হেমায়েত উদ্দিন সুমন, শিল্পপতি জাহাঙ্গির আলম, ডাক্তার তানজিনা আফরোজ, এনায়েত উদ্দিন, মামুন-উর-রশিদ, মাহবুবুল আলম, শতাব্দি পরিবহনের স্বত্তাধিকারি মির সুজন সহ আরো অনেকে।